২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভূমধ্যসাগরে আট বাংলাদেশী নিহত

-

লিবিয়ার নৌবাহিনী ভূমধ্যসাগর থেকে বাংলাদেশী অভিবাসীসহ মোট ৮২ জনকে জীবিত ও ১৫ জনকে মৃত উদ্ধার করেছে। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র এ কথা জানান। তিনি বলেন, ১২১ অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত এবং কমপক্ষে ১৫ জনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নিশ্চিত করেছেন, উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জন বাংলাদেশী রয়েছেন। এ ছাড়া আটজন বাংলাদেশীর লাশ উদ্ধার করা হয়েছে। জীবিতদের বর্তমানে ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাওয়াইয়া সিটিতে রাখা হয়েছে। নিহতদের লাশ পাবলিক প্রসিকিউশনের তত্ত্বাবধানে জাওয়াইয়া হাসপাতালে রাখা হয়েছে। নিখোঁজদের মধ্যে আরো বাংলাদেশী নাগরিক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রফিকুল আলম জানান, এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশীদের পরিচয় নিশ্চিত করতে ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে। দূতাবাসের কর্মকর্তারা লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের সাথে দেখা করার চেষ্টা করছেন। তাদের সাথে দেখা করার পরে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। ত্রিপোলিতে অবস্থিত দূতাবাসের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল