সাংবাদিক আবাসনের জায়গা এখনো ইলিয়াস মোল্লার নিয়ন্ত্রণে
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
প্রশাসনের নাকের ডগায় মিরপুরের পল্লবী আলেকদি ঝিলপাড় বস্তিতে চলছে অবৈধ মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। সাংবাদিক আবাসনের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দকৃত জায়গা দখল করে অবৈধ বস্তি গড়ে তুলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের এমপি ইলিয়াস মোল্লার নিয়ন্ত্রণে চলছে এ অবৈধ ব্যবসা।
অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলও এই বস্তি। আওয়ামী লীগের পতন হলেও প্রশাসনের পক্ষ থেকে এ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
স্ত্রূ জানায়, ২০০৬ সালে ততকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে প্রায় ৩০০ সাংবাদিক পরিবারের আবাসন গড়ে তুলতে রাজধানীর পল্লবীর ঝিলপাড় মসজিদের পাশে সাত একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সাথে সাথে এই বিশাল জমি জোর করে অবৈধভাবে দখলে নেয় ঢাকা-১৬ আসনের দলীয় এমপি ইলিয়াস মোল্লা। একাংশে বস্তি বানিয়ে ভাড়া দেয় আর অন্য অংশে গড়ে তুলে গরুর খামার।
সূত্র জানায়, বস্তি, দোকান ও অস্থায়ী মার্কেট করার পর সেখানে অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসার পানির সংযোগের ব্যবস্থা করে ইলিয়াস মোল্লা। এখনো নিজস্ব বাহিনীর মাধ্যমে প্রতি মাসে ভাড়া তুলেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে আছেন ইলিয়াস মোল্লা। কিন্তু এ বস্তিতে তার নিয়ন্ত্রণ অটুট রয়েছে। মাদকের ব্যবসাও থেমে থেমে নেই। বরং ইলিয়াস মোল্লার আত্মীয় এবং দলীয় লোকের মাধ্যমে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিকদের জায়গার কিছু অংশে ইলিয়াস মোল্লা নিজেই অবৈধভাবে গরুর খামার স্থাপন করেছেন।