পারমাণবিক কর্মসূচিতে আপস নয় : শাহবাজ শরিফ
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়ে দিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না। এক্সপ্রেস ট্রিবিউন।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শাহবাজ শরিফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেয়া হয়েছে। আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এ পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দিয়েছেন তিনি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শাহবাজ বলেছেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনো কারণ নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা