২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

সভাপতি জেনারেল (অব:) ফজলুর রহমান
-

বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে সাত সদস্যের এই কমিশন গঠন করা হয়েছে। যাতে গত রোববার রাতেই প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। বিজিবি দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে পিলখানার বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকের সাথে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা তথা দেশের মানুষ সব সময় চেয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে একটা কমিশন হোক। তারই ধারাবাহিকতায় গত রোববার রাতে কমিশনটিতে প্রধান উপদেষ্টা সই করে দিয়েছেন। কমিশনে রয়েছেন- বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান, তিনিই এ কমিশনের সভাপতি। তার সাথে আরো থাকবেন সামরিক বাহিনীর দুইজন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা প্রক্রিয়াধীন। এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আমাদের সাথে ভারতের বন্দিবিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে।
উপদেষ্টা বলেন, গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা আর কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের প্রবেশ করতে দেবো না। তবে মিয়ানমারের সাথে যে বর্ডার (সীমান্ত) আছে সেটি পুরোটাই আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের বিজিবির সাথে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা বলার যে অবস্থা ছিল সেটি নেই। এই বিষয়ে আরাকান আর্মি সাথে এখন অফিসিয়াল কথা বলার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব এ সমস্যা (রোহিঙ্গা) সমাধানের। তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।

 


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ছাত্রশিবির আয়োজিত সায়েন্স ফেস্ট ২০২৪ এর রেজিস্ট্রেশনের সময় শেষ আগামীকাল ভারতে সাজা শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশী এশিয়ান ইনডোরে খেলবেন ইমরানুর বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান আবারো গ্রেফতার সড়কের পাশে নবজাতকের কান্না, উদ্ধার করলেন পথচারী বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের আশাবাদ প্রণয় ভার্মার

সকল