২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জমির আলীর ২০তম মৃত্যুবার্ষিকী আজ

-

বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ জমির আলীর ২০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এই উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও আলহাজ মোহাম্মদ জমির আলী স্মৃতি সংসদের উদ্যোগে আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ৩টায় তোপখানাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি থাকবেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব:) মশিউজ্জামান, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আশরাফ আলী আকন। অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব আলহাজ কাজী আবুল খায়ের।
বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি নজরুল ইসলাম, অ্যাডভোকেট জসিম উদ্দীন, অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ, প্রচার সম্পাদক শেখ এ সবুর, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা: হাজেরা বেগমসহ জাতীয় ও দলীয় নেতারা। সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement

সকল