মৌলভীবাজারে আবদুল হকের মৃত্যুবার্ষিকী পালিত
- ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬
সাম্রাজ্যবাদ বিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কমিউনিস্ট নেতা আবদুল হকের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গত ২২ ডিসেম্বর শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা এনডিএফ সভাপতি আব্দুশ শহীদ সাগ্নিক। বক্তব্য রাখেন সহসভাপতি কৃষকনেতা ডা: অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, চা শ্রমিক সংঘের জেলা সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমদ, রিকশা শ্রমিকনেতা গিয়াস উদ্দিন, নারী চা শ্রমিকনেত্রী লক্ষ্মীমন বাক্তি, জেলা এনডিএফ সদস্য তারেশ চন্দ্র দাশ প্রমুখ। আবদুল হক ১৯৯৫ সালের ২২ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা