২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

-

নরসিংদীতে হুমায়ূন কবির (৩৫) নামে ছত্রদলের এক কর্মীকে গুলিকরে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত হুমায়ুন মেহেড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।
নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে পরিচিত দুইজন যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ৎ মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা তন্ময়সহ অন্যরা। এ সময় তন্ময় এগিয়ে গেলে মোটরবাইকে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বলেন, ওই যুবকের মাথায় ও বুকে দু’টি গুলি বিদ্ধ হয়েছিল।
মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কে বা কারা ঠিক কী কারণে তাকে গুলি করে হত্যা করল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখনো থানায় কোনো অভিযোগ করেনি।

 


আরো সংবাদ



premium cement