২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধানদী কামিল মাদরাসার

-

পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী কামিল মাদরাসার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা জমিনের নেতৃত্ব দিবে, রাষ্ট্র পরিচালনা করবে; তাদের নিজেদেরই যদি আদর্শ কিংবা চরিত্র না থাকে তবে জমিনের বা রাষ্ট্রের সাধারণ মানুষ তাদের থেকে কিছুই পাবে না। যেমন আওয়ামী লীগ থেকে জাতি কিছু পায়নি।
ধানদী কামিল মাদরাসার স্বপ্নদ্রষ্টা অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ শাহ্ আলমগীর, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: জালাল উদ্দিন চৌধুরী, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানত মোহাম্মদ আরেফীন, ইসলামী বিশ্ববিদ্যালয়- কুষ্টিয়ার অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী, আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা: শেখ মহিউদ্দিন ও বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি আমির হামজা।
এদিকে সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদানকালে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফল উপজেলায় কোনো শিক্ষিত বেকার থাকবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু হবে। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement