২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দুর্নীতিম্ক্তু বিটিভি চান শিল্পীরা

-

দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির কারণে বিটিভির মান ক্রমশ অবনতি হচ্ছে। শিল্পীদের সম্মানী দেয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের পাশাপাশি সময়মতো তাদের পাওনা দেয়া হয় না। তাই দুর্নীতিমুক্ত বিটিভি গড়তে ১২ দাবি জানিয়েছেন শিল্পীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ‘৬০ বছরের বিটিভি, ডুবছে বিটিভি, বাঁচাও বিটিভি’ প্রতিপাদ্যে বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় তারা বলেন, মানহীন বাজে অনুষ্ঠান প্রচার, সব মিলিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে সাধারণ দর্শক। দেশের জনগণ ও দর্শকদের আস্থা ও বিশ্বাসযোগ্যতার জায়গাটি চিহ্নিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের জন্য ইতোমধ্যে হারিয়ে ফেলেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। যথাযথ বিচার না হলে অচিরেই ধ্বংস হয়ে যাবে এই প্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুঃখজনক হলেও সত্য যে, ৬০ বছর পূর্তির প্রাক্কালে দাঁড়িয়ে বর্তমানে বিটিভিতে চরম অব্যবস্থাপনা, কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, অদক্ষতা ও জবাবদিহিতার অভাবে, বাংলাদেশের জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি দুর্নীতি ও দুর্নীতিবাজদের কড়াল গ্রাসে ডুবতে বসেছে। সব মিলিয়ে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি মৃত্যুর শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে।
বক্তারা বলেন, দেশে শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ বিনোদনের জন্য বিটিভির ছিল ব্যাপক ভূমিকা। বিশেষ করে ’৭০ ও ’৮০ এর দশকে বিটিভির বিভিন্ন নাটক, গান ও ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে অনেক কালজয়ী গান, নাটক, শিল্পী ও কলাকুশলীর জন্ম দিয়েছে। আজকের দিনে যারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে নানাভাবে প্রতিষ্ঠিত, একসময় তাদের প্রাণের জায়গা ছিল বাংলাদেশ টেলিভিশন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক এবং সংগঠনটির আহ্বায়ক শেখ সাদী খান, সদস্যসচিব ও বিটিভির বাদ্যযন্ত্রী শিল্পী (ড্রামার) পলাশ কুমার সাউ প্রমুখ।


আরো সংবাদ



premium cement