বিভিন্ন স্থানে বৃষ্টি পায়রায় ১ নম্বর সঙ্কেত
- পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
নিম্নচাপটি শনিবার বিকেল ৫টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।
তাই পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে নদনদী ও সাগর স্বাভাবিক রয়েছে। বৃষ্টির প্রভাবে শীতের প্রকোপ আরো বাড়তে পারে। এ দিকে রাঙ্গাবালী উপজেলায় নিম্নচাপের প্রভাবে মাঠে থাকা আমন ধান, বাদাম ও আগাম তরমুজ চাষিরা রয়েছেন দুশ্চিন্তায়।
আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বরিশালে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
বরিশাল ব্যুরো জানায়, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বরিশালে শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টিপাতে শীতের তীব্রতা বেড়েছে। এতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি পিচ্ছিল ঢাকা-বরিশাল মহাসড়কে ঘটেছে দু’টি দুর্ঘটনা। মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস গাছের সাথে ধাক্কা দেয়। এর আগে একই মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার সময় বাসগুলো ধীরগতিতে থাকায় দুই দুর্ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এই বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর (খামারবাড়ি) বরিশালের উপপরিচালক মুরাদুল হাসান।
আবহাওয়া অফিস জানিয়েছে, সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টি সামনে আরো কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি চলমান থাকলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং বৃষ্টি বন্ধ থাকলে ভোররাতে কুয়াশা পড়বে। সে ক্ষেত্রে দৃষ্টিসীমা ৫০০ থেকে ১ হাজার মিটারের মধ্যে চলে আসবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা