২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেশার টাকা জোগাড় করতে হাফেজ কামরুলকে খুন করে ছিনতাইকারীরা

-

রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে ছিনতাইকারীদের হাতে হাফেজ কামরুল হাসান (২৩) খুনের ঘটনায় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ীর করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলো শাকিল (১৬) ও আশরাফুল (১৭)। মূলত নেশার টাকা জোগাড় করতে রাতের আঁধারে ছিনতাই করে আসছিল তারা।
গতকাল শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মফিজুল ইসলাম।
তিনি জানান, গত ১৮ ডিসেম্বর হাফেজ কামরুল হাসান তার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। তিনি রাত পৌনে ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের সায়েদাবাদ এলাকায় নেমে হেঁটে যাচ্ছিলেন। তখন কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে চায়। কামরুল হাসান বাধা দেয়ায় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ছিনতাইকারীরা হাতে থাকা ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। তার কাছ থেকে মোবাইল নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে পথচারীরা গরুতর অবস্থায় তাকে ধলপুরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম বলেন, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরপরই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।


আরো সংবাদ



premium cement