আওয়ামী লীগ ভারতের সরকার ছিল : চরমোনাই পীর
- লালমনিরহাট প্রতিনিধি
- ২২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন ভারত গিয়েছিল, তখন ভারত সরকার তাকে সম্বোধন করেছিল মুখ্যমন্ত্রী বলে।
সে-তো মুখ্যমন্ত্রী ছিল না, সে ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণে শেখ হাসিনা বলেছিল ভারতকে যা দিয়েছি তা কখনই ভুলতে পারবে না। দিয়েছে তো সবই তবে ভারত থেকে কী এনেছিল, এটা বাংলার মানুষ জানতে চায়। কিছুই আনতে পারে নাই। দালাল কখনই কিছু আনতে পারে না। আ’লীগ ছিল ভারতের দালাল।
শনিবার লালমনিরহাট কালেক্টরেট মাঠে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলনা মুফতি আব্দুর রহমান কাসেমী, লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি শাইখুল হাদিস মুফতি ফজলুল করীম শাহারিয়ার, সেক্রেটারি মুহাম্মদ মোকছেদুল ইসলাম প্রমুখ।
জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরে সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, রংপুরের সন্তান আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল। আর স্বাধীন বাংলার প্রশাসন সেই মেধাবী ছাত্রের ওপর গুলি চালিয়ে বুক ঝাজরা করে দিয়েছে। মাটিতে লুটিয়ে পড়েছিল সেই মেধাবী আবু সাইদ। এ দৃশ্য দেখে গোটা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। ঠিক সেই সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছিল ফ্যাসিসদের বিরুদ্ধে। আমরা বরাবরেই অন্যায় বিরুদ্ধে ন্যায় পক্ষে কথা বলি। লালমনিরহাটের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি দাবি করে আগামী দিনে হাত পাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা