২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনে উত্তর কোরিয়ার ১০০ সেনা নিহতের দাবি

-

রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার পক্ষে এ যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট সদস্য (এমপি) এ তথ্য জানিয়েছেন। দক্ষিণের সংসদে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএস) ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এমপি লি সুং কুন। তিনি বলেন, আরো এক হাজারের মতো সেনা আহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও রয়েছেন। অপরিচিত যুদ্ধক্ষেত্র ও ড্রোন যুদ্ধের অনভিজ্ঞতার কারণে উত্তরের সৈন্যদের এত প্রাণহানি হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার সৈন্যদের হতাহতের প্রথম খবর আসে। তার আগে অক্টোবর মাসে জানা যায়, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তা করতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার সৈন্যরা নিহত হয়েছেন। তবে তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি। পরের দিন একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা বলেন, কয়েক শ’ সৈন্য হতাহত হয়েছেন। তবে স্বাধীনভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
উত্তরের সেনাদের যুদ্ধের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। ধারণা করা হচ্ছে, তাদের প্রথমে কয়েক সপ্তাহ প্রশিক্ষণ দেয়া হয়। তারপর সহকারীর ভূমিকায় যুদ্ধেক্ষেত্রে মোতায়েন করা হয়। উত্তরের সেনাদের প্রাণহানির ঘটনাটি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে বলে মনে করা হচ্ছে। গত আগস্টে এক আকস্মিক হামলায় এ অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় ইউক্রেনীয়রা। তারপর থেকে কুরস্ক পুনরুদ্ধারে পাল্টা হামলা শুরু করে মস্কো।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়া কুরস্কে পাল্টা হামলায় উল্লেখযোগ্যসংখ্যক উত্তর কোরিয়ার সৈন্য ব্যবহার করতে শুরু করেছে। তাদের ইউক্রেনে মোতায়েন করা হয়েছে বলে মনে হয় না। তবে রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই সৈন্য মোতায়েনের বিষয়টি স্বীকার করেনি। দক্ষিণের এমপি লি সুং-কুন বলেন, আরো সৈন্য মোতায়েনের প্রস্তুতির খবর রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করতে পারেন।


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ফ্রান্সে গণধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ডমিনিক পেলিকটের লাশ উদ্ধার করতে গিয়ে নিজেও শহিদ হলেন সুমন মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা আরএসএস প্রধানের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে শীত, বিপাকে হতদরিদ্ররা উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অত্যাধুনিক কম্পিউটার চিপে চীন ও রাশিয়ার প্রবেশাধিকার ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ‘অপর্যাপ্ত’ বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

সকল