২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্বের জন্য সিরিয়া হুমকি নয় : বিদ্রোহী প্রধান

-

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া তাদের প্রতিবেশী দেশ কিংবা পশ্চিমাদের জন্য কোনো হুমকি নয় বলে আশ্বাস দিয়েছেন দেশটির কার্যত নেতা (ডি-ফ্যাক্টো লিডার) আহমেদ আল-শারা। দেশটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়ার জন্য সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দামেস্কে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেছেন, নিষেধাজ্ঞাগুলো ছিল পুরনো শাসনব্যবস্থার বিরুদ্ধে। মাঝে অনেক কিছু ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে এখন নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়া উচিত। শোষক ও শোষিত উভয়পক্ষের সাথেই একই আচরণ করা সঙ্গত নয়।
মাত্র দুই সপ্তাহ আগে এক আকস্মিক সশস্ত্র অভিযানে বাশার আল আসাদ সরকারের পতন হয়। সেই অভিযানে সশস্ত্র বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন আল-শারা। বিদ্রোহী জোটের সবচেয়ে শক্তিশালী সংগঠন হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান তিনি। পূর্বে আল-শারা পরিচিত ছিলেন ‘আবু মুহাম্মদ আল-জোলানি’ নামে। সাক্ষাৎকারের এ পর্যায়ে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানান আল-শারা। তিনি বলেছেন, এইচটিএস সন্ত্রাসী সংগঠন নয়। আমরা কখনো বেসামরিক মানুষ বা তাদের এলাকা লক্ষ্য করে হামলা চালাইনি। বরং আমরা নিজেরাও আসাদ সরকারের নির্যাতনের শিকার।
আলকায়েদার শাখা একটি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এ দলটি। ফলে জাতিসঙ্ঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেনসহ আরো কয়েকটি দেশ ও সংস্থার সন্ত্রাসী তালিকায় দলটির নাম অন্তর্ভুক্ত আছে। পরে অবশ্য ২০১৬ সালে তারা আলকায়েদার সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করলেও অনেক পশ্চিমা বিশ্লেষক তাদের দাবিকে সন্দেহের চোখেই দেখে আসছেন।
আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে আল-শারা বলেছেন, আফগানিস্তান একটি গোষ্ঠীভিত্তিক সমাজব্যবস্থা। সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে। সিরিয়ায় মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ইদলিবে প্রায় আট বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে। যতদূর জানি, সেখানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীর সংখ্যা ৬০ শতাংশের বেশি।
সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই। কারণ এগুলো আইনি ব্যাপার। আল-শারা জানিয়েছেন, একটি আইনি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। তারা সংবিধান প্রণয়ন করবেন। প্রণীত সংবিধান অনুযায়ী যেকোনো শাসক বা প্রেসিডেন্টকে চলতে হবে।
পুরো সাক্ষাৎকার জুড়ে বেশ শান্ত ছিলেন আল-শারা। বেসামরিক পোশাক পরিহিত এই নেতা তার কথাবার্তা, চালচলনে এইচটিএসের অতীত কট্টরপন্থা পেছনে ফেলে আসার বিষয়ে সবার আস্থা অর্জন করতে চাইছেন। তবে অনেক সিরীয় তার বক্তব্যে আস্থা রাখতে পারছেন না। দেশটির ভবিষ্যৎ কী হবে তা অনেকটাই নির্ভর করবে আগামী কয়েক মাসে নতুন নেতৃত্বের কর্মকাণ্ডের ওপর। তখন নিশ্চিত হওয়া যাবে যে, তারা আসলে কিভাবে দেশ শাসন করতে চায়। ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের শাসনামলে পাচার করা অর্থ ফেরত পেতে সহযোগিতাও চেয়েছেন তিনি। তিনি বলেন, আমরা সিরীয়রা, ভুক্তভোগী, আমাদের জল্লাদের কাজের জন্য শাস্তি পাচ্ছি, যে আর আমাদের সাথে নেই। আমরা বাশার সরকারের অপরাধীদের বিচার করতে এবং সিরিয়ানদের কাছ থেকে পাচার করা অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চাই।


আরো সংবাদ



premium cement
শ্রীলঙ্কায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ফ্রান্সে গণধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ডমিনিক পেলিকটের লাশ উদ্ধার করতে গিয়ে নিজেও শহিদ হলেন সুমন মসজিদের নিচে মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা আরএসএস প্রধানের পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় বুয়েট ছাত্র নিহত ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে শীত, বিপাকে হতদরিদ্ররা উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট অত্যাধুনিক কম্পিউটার চিপে চীন ও রাশিয়ার প্রবেশাধিকার ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ‘অপর্যাপ্ত’ বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা

সকল