১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন

-

বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির নিয়ন্ত্রণে নেয়ার ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারে সংঘর্ষ এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তায় এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন তারা।
গতকাল ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ মন্তব্য করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মি নিয়েছে। এই পরিস্থিতি এবং রোহিঙ্গাদের ভবিষ্যৎ আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জবাবে মিলার বলেন, রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা সমাধান করা আমাদের অগ্রাধিকারে রয়েছে। বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার উদারতা দেখিয়েছে। রোহিঙ্গাদের সমর্থন দিতে আমরা বাংলাদেশ সরকারের সাথে কাজ অব্যাহত রাখবো।
মুখপাত্রকে আরো প্রশ্ন করা হয়, বাংলাদেশে ৩০ জনের বেশি সাংবাদিক প্রায় দুই মাস ধরে কারাগারে আটক রয়েছেন। এখন পর্যন্ত তাদের মামলার শুনানি হয়নি, জামিনও হয়নি। ইতোমধ্যে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এবং অনেক মানবাধিকার সংস্থা ড. ইউনূসের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে, যেখানে ইউরোপিয়ান ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতেরও স্বাক্ষর রয়েছে। যুক্তরাষ্ট্র কি আটক সাংবাদিকদের জামিনের জন্য কোনো পদক্ষেপ নেবে?
জবাবে মিলার বলেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে ধারাবাহিকভাবে কাজ করছে। আমি বর্তমান সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যেমনটি আমরা আগের সরকারকেও স্পষ্ট করেছিলাম, যুক্তরাষ্ট্র মনে করে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা উচিত। আর এসব মামলা আইনের শাসন এবং গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখে মোকাবেলা করা উচিত।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে বাংলাদেশের সাধারণ নির্বাচনের সময় নিয়ে জানতে চাইলে মিলার তৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল