বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:৪৩
৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে সব আবেদনকারীর বয়সসীমা ৩০ থেকে দুই বছর বৃদ্ধি করে ৩২ করার সিদ্ধান্তে বর্তমান সরকারকে নৈতিক সমর্তন জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। তবে একই বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা বাড়ানো হয়নি বলে ড্যাব উদ্বেগ প্রকাশ করেছে গতকাল এক বিবৃতিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা: মো: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: আব্দুস সালাম এক বিবৃতিতে বলেন, চিকিৎসকদের অবস্থা বিবেচনা করেই বয়স বাড়ানো উচিত। নেতৃদ্বয় বলেন, একজন আবেদনকারী চার বছরের স্নাতক শেষ করে বিসিএসে আবেদন করতে পারেন। অন্য দিকে বিসিএসে আবেদন করার জন্য একজন এমবিবিএস/বিডিএস চিকিৎসককে ন্যূনতম সাড়ে ৬ বছর সময় লাগে। পূর্বে সব ক্যাডারকে বিসিএসে আবেদনের বয়সসীমা ৩০ বছর থাকলেও চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ছিল ৩২ বছর। সম্প্রতি প্রকাশিত ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপনে সব ক্যাডারকে আবেদনের বয়সসীমা ২ বছর বৃদ্ধি করা হলেও চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হয়নি। এটা চিকিৎসকদের জন্য স্পষ্ট বৈষম্য। তরুণ চিকিৎসকদের আবেদনের বয়সসীমা ৩৪ বছর করা অত্যন্ত যৌক্তিক ও প্রাসঙ্গিক দাবি।
ড্যাব নেতৃদ্বয়, বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা মাত্র ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে অসামঞ্জস্যপূর্ণ। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বর্তমান মাসিক ভাতা বৃদ্ধি করে ৯ম গ্রেডে উন্নীত করার দাবি করেন ড্যাব নেতৃদ্বয়।