জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে বশেমুরকৃবি : ভিসি
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের কৃষি আবহবিদ্যা বিষয়ক শিক্ষা, গবেষণা এবং পরামর্শ সেবা শীর্ষক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গত মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগের আয়োজনে পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের এএমআইএসডিপি প্রকল্প পরিচালক ড. মো: শাহ্ কামাল খান।
কর্মশালার শুরুতে বশেমুরকৃবির কৃষি আবহবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো: নাসিমুল বারী বাংলাদেশের পরিবর্তিত আবহাওয়া-জলবায়ু এবং এর বিবিধ চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি আবহবিদ্যা বিভাগের বোর্ড অব স্টাডিজের বিশেষজ্ঞ সদস্য ড. মইন উস সালাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি। শিক্ষার্থীরা গবেষণা, দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে এ বিভাগকে এক অনন্যমাত্রায় নিয়ে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবগুলোর সাথে কৃষকের খাপ খাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এবং সময়মতো কৃষি আবহাওয়ার পূর্বাভাস গণমাধ্যমে প্রচার, কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন ও তার সঠিক ব্যবহার বিষয়েও আলোকপাত করেন এ বিজ্ঞানী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. আবদুল হামিদসহ অন্য অতিথিরা বক্তৃতা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকরা, শিক্ষক-শিক্ষার্থীরা, কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।