১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে বশেমুরকৃবি : ভিসি

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের কৃষি আবহবিদ্যা বিষয়ক শিক্ষা, গবেষণা এবং পরামর্শ সেবা শীর্ষক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গত মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগের আয়োজনে পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের এএমআইএসডিপি প্রকল্প পরিচালক ড. মো: শাহ্ কামাল খান।

কর্মশালার শুরুতে বশেমুরকৃবির কৃষি আবহবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো: নাসিমুল বারী বাংলাদেশের পরিবর্তিত আবহাওয়া-জলবায়ু এবং এর বিবিধ চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি আবহবিদ্যা বিভাগের বোর্ড অব স্টাডিজের বিশেষজ্ঞ সদস্য ড. মইন উস সালাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি। শিক্ষার্থীরা গবেষণা, দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে এ বিভাগকে এক অনন্যমাত্রায় নিয়ে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবগুলোর সাথে কৃষকের খাপ খাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এবং সময়মতো কৃষি আবহাওয়ার পূর্বাভাস গণমাধ্যমে প্রচার, কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন ও তার সঠিক ব্যবহার বিষয়েও আলোকপাত করেন এ বিজ্ঞানী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. আবদুল হামিদসহ অন্য অতিথিরা বক্তৃতা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকরা, শিক্ষক-শিক্ষার্থীরা, কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement
রাখাইন রাজ্যে সংঘর্ষে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন শিক্ষার্থীরা আরবি ভাষা শিখলে উন্নয়নে অবদান রাখতে পারবে বিসিএসের আবেদনে চিকিৎসকদের বয়স ৩৪ করা হোক : ড্যাব জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ শিক্ষার্থী গুপ্তহত্যায় ছাত্রশিবিরের উদ্বেগ যোগ্যতা অনুযায়ী পদোন্নতি দাবি শিশু বিশেষজ্ঞদের ‘বাংলাদেশের উপজেলাসমূহের ডিজিটাল মানচিত্র প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার বাংলাদেশকে আরো ৭৫০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে আইএমএফ তদন্তে বেরিয়ে এলো মা-মেয়ে হত্যার লোমহর্ষক কাহিনী বিকল্প টুর্নামেন্টের চিন্তা করছে বাফুফে যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা চুয়াডাঙ্গার বিএনপি নেতাকে কুপিয়ে জখম

সকল