০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ভূমিকা রাখবে বশেমুরকৃবি : ভিসি

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের কৃষি আবহবিদ্যা বিষয়ক শিক্ষা, গবেষণা এবং পরামর্শ সেবা শীর্ষক পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গত মঙ্গলবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগের আয়োজনে পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের এএমআইএসডিপি প্রকল্প পরিচালক ড. মো: শাহ্ কামাল খান।

কর্মশালার শুরুতে বশেমুরকৃবির কৃষি আবহবিদ্যা বিভাগের প্রধান ও অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মো: নাসিমুল বারী বাংলাদেশের পরিবর্তিত আবহাওয়া-জলবায়ু এবং এর বিবিধ চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি আবহবিদ্যা বিভাগের বোর্ড অব স্টাডিজের বিশেষজ্ঞ সদস্য ড. মইন উস সালাম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবকে মোকাবেলা করতে শিক্ষা ও গবেষণার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের কৃষি আবহবিদ্যা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভিসি। শিক্ষার্থীরা গবেষণা, দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে এ বিভাগকে এক অনন্যমাত্রায় নিয়ে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবহাওয়া ও জলবায়ুর ক্ষতিকর প্রভাবগুলোর সাথে কৃষকের খাপ খাওয়ার সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি এবং সময়মতো কৃষি আবহাওয়ার পূর্বাভাস গণমাধ্যমে প্রচার, কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন ও তার সঠিক ব্যবহার বিষয়েও আলোকপাত করেন এ বিজ্ঞানী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড. আবদুল হামিদসহ অন্য অতিথিরা বক্তৃতা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালকরা, শিক্ষক-শিক্ষার্থীরা, কৃষি বিজ্ঞানী ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা।


আরো সংবাদ



premium cement
ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা : প্রেস উইং যমুনা রেলসেতুতে ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলেছে বিদেশী কোচ, ফুটবলার বদল করবে ব্রাদার্স খালেদা জিয়া কী নির্দেশনা দিয়েছেন জানালেন মির্জা ফখরুল খালেদা জিয়ার সাথে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অডিটের খরচ তুলতে টাকা উত্তোলন, সাময়িক বরখাস্ত হিসাবরক্ষক ৯০ বাংলাদেশী জেলে ও নৌকর্মীকে হস্তান্তর করেছে ভারত চাঁদনী চক বিজনেস ফোরামের কমিটি ভেঙে প্রশাসক নিয়োগের অভিযোগ ‘জনগণকে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ গঠন করা হবে’ ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেফতার আড়াইহাজারে গ্রামবাসীর বসতঘরে হামলা ‘গণপিটুনিতে নিহত ডাকাত সহযোগীদের’

সকল