কোটা অর্ধেক খালি রেখেই হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে
- খালিদ সাইফুল্লাহ
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
কোটা অর্ধেক খালি রেখেই শেষ হচ্ছে এবারের হজযাত্রী নিবন্ধন। গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট ৬৪ হাজার ২১৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে এখনো যারা টাকা জমা দেয়ার জন্য ভাউচার তৈরি করেছেন এবং ভাউচার ব্যাংকে জমা দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে শুধু তারা আগামীকাল ১৭ ডিসেম্বর নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া নতুন করে আর সময় বাড়ানো হবে না বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ করতে পারবেন। এর মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি হজযাত্রীরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে।
আগামী বছর হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিবন্ধন করতে গত ১ সেপ্টেম্বর থেকে তিন মাস সময় দেয় ধর্ম মন্ত্রণালয়। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে। প্রথম দফায় গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের সময় দেয়া হয়। কিন্তু তিন মাসে হজযাত্রী নিবন্ধন করেন মাত্র ৪০ হাজার জন।
ফলে তখনো বাকি থেকে যায় ৮৭ হাজার কোটা। এ জন্য নিবন্ধনের সময় আরো ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় ধর্ম মন্ত্রণালয়। একইসাথে প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে চুড়ান্ত নিবন্ধন সম্পন্ন করারও আহবান জানানো হয়েছে। কিন্তু গতকাল পর্যন্তও হজযাত্রীর কোটা পূরণ হয়নি। দুই দফা সাড়ে তিন মাস সময় দেয়ার পরও নিবন্ধন করেছেন মাত্র ৬৪ হাজার ২১৪ জন। এর মধ্যে গতকাল শেষ দিনে নিবন্ধন করেন আট হাজার ২৮৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে নিবন্ধন করেছেন চার হাজার ৭৬১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যেতে ৫৯ হাজার ৪৫৩ জন নিবন্ধন করেছেন। ফলে এখনো ৬২ হাজার ৯৮৪ হজযাত্রীর কোটা খালি রয়েছে।
তবে আরো বেশ কিছু হজযাত্রীর টাকা ভাউচার জমা দিতে বাকি রয়েছে বলে জানা গেছে। যারা আগামীকাল জমা দেয়ার সুযোগ পাবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা