রাজধানীতে তালিমুল কুরআন অ্যান্ড রিসার্চ সেন্টার উদ্বোধন
- ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯
রাজধানীতে তালিমুল কুরআন অ্যান্ড রিসার্চ সেন্টার চালু হয়েছে। গতকাল এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মো: নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি বলেন, কুরআনের সমাজ প্রতিষ্ঠার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইকামাতে দ্বীনের বিজয়কে তরান্বিত করার জন্য কুরআনের শিক্ষা অর্জনের বিকল্প নেই। আমরা দেশের প্রতিটি মানুষের কাছে কুরআনের শিক্ষা পৌঁছে দেয়ার স্বপ্ন দেখি।
রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদের পাশের হলে রিসার্চ সেন্টারের সেক্রেটারি সৈয়দ জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্টারের উপদেষ্টা আব্দুস সবুর ফকির, উপদেষ্টা ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা ড. আব্দুল মান্নান, মাওলানা মোশাররফ হোসেন খান, ড. মুহাম্মদ জহিরুল ইসলাম, ড. আবদুছ ছবুর মাতুব্বর, কেন্দ্রীয় প্যানেল উস্তাজ মাওলানা বোরহান উদ্দিন, অধ্যাপক আবদুল কাদের মিয়া, মাওলানা মুহিব্বুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা