০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ন ১৪৩১,
`
সংবাদ সম্মেলন

চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা

-

চট্টগ্রাম মহানগর বিএনপির আওতাধীন ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ডের সবগুলো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে বিলুপ্ত ঘোষণা করা কমিটিগুলোর মধ্যে ওয়ার্ড পর্যায় থেকে থানা কমিটি দ্রুত পুনর্গঠন করে দলের কাউন্সিল করা হবে বলে জানিয়েছেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ।
গতকাল সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, নগর বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, কাজী বেলাল উদ্দিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শওকত আজম খাজা, জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এরশাদ উল্লাহ বলেন, দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তঘোষিত থানা ও ওয়ার্ডে অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।
এ সময় ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান নগর বিএনপির এ আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদের মূল হোতাদের আশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দিতে তিনি দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।

 


আরো সংবাদ



premium cement
ইফার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত ঢাকা ওয়াসার কেউ দুর্নীতিতে জড়িত থাকলে ব্যবস্থা : উপদেষ্টা আসিফ ২২ ফেব্রুয়ারি হাবের নির্বাচন রাজধানীতে পৃথক ঘটনায় কুপিয়ে ও শ্বাসরোধে ২ জনকে হত্যা ৪২ লাখ টাকাসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার ডিএমপি কমিশনারের সাথে য্ক্তুরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদের সাক্ষাৎ তারুণ্যের উৎসবে স্থান পাচ্ছে জুলাই আগস্টের তথ্যচিত্র মৃত্যুবার্ষিকী : রফিকুল ইসলাম আধুনিক অটোমোবাইলস জোন প্রতিষ্ঠার দাবি ওয়েলফেয়ার অব ড্রাইভারস্ এন্ড মেকানিক্সের পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননার অভিযোগ, আটক ৩ ১০ লাখ টাকার অনুদানের চেক শহীদ আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর

সকল