৬ ডেপুটি জেলারকে বদলি
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯
ঢাকা, সিলেট ও কক্সবাজারসহ ৬ কারাগারে কর্তব্যরত ছয় ডেপুটি জেলারকে বদলি করা হয়েছে। গত ২ ডিসেম্বর কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্র্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
যাদের বদলি করা হয় তারা হচ্ছেন- পটুয়াখালী জেলা কারাগারের মো: ইব্রাহিমকে দিনাজপুর জেলা কারাগারে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের মোহাম্মদ মিজানুর রহমানকে সিলেট কেন্দ্রীয় কারাগারে, সিলেট কেন্দ্রীয় কারাগারের নোবেল দেবকে কক্সবাজারে, কক্সবাজার জেলা কারাগারের (প্রেষণে কারা অধিদফতর) মো: সাইদুল ইসলামকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, ঝিনাইদহ জেলা কারাগারের মোহাম্মদ মাসুদ হোসেনকে ফরিদপুর জেলা কারাগারে এবং ফরিদপুর জেলা কারাগারের হাবিবুর রহমানকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা