নাটোরে পলক ও শিমুলসহ ৪৪ জনের বিরুদ্ধে দু’টি মামলা
- নাটোর প্রতিনিধি
- ০৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় আওয়ামী লীগ আমলের শেষের দিকে জামায়াতের নেতাকর্মীদের অজ্ঞাত মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে একের পর এক হাতুড়ি পেটার ঘটনায় মঙ্গলবার দুপুরে দু’টি মামলা দায়ের করা হয়েছে। সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী কারাবন্দী জুনায়েদ আহমেদ পলক ও আত্মগোপনে থাকা নাটোর সদরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ৪৪ জনের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নির্যাতিত দুই নেতা বাদি হয়ে এ দু’টি মামলার আবেদন করেছেন। নলডাঙ্গা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ ডা: ফজলুর রহমান বাদি হয়ে সাবেক এমপি শিমুলসহ ১৫ জনের নামে এবং সিংড়া উপজেলার ছাতারদিঘি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদি হয়ে সাবেক প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের নামে মামলার আবেদন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা