পুলিশের কাজে বাধা দেন বাবলা-সজল শীল
- চট্টগ্রাম ব্যুরো
- ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৯
চট্টগ্রাম আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে খুনের আগে আদালত এলাকায় চলার পথে শুয়ে থেকে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করেছিল ৪০ জনের একটি দল। তাদের প্রথম সারিতে ছিলেন বাবলা ধর (৪২) ও সজল শীল (৪০)। তারা পুলিশের গাড়ি আটকে দেয়। এ ফাঁকে আইনজীবী সাইফুল ইসলামকে অপর একটি গ্রুপ আদালত এলাকা থেকে উঠিয়ে নিয়ে রঙ্গম হলের সামনে খুন করে।
পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে বাকলিয়া থানার কালমিয়া বাজার এলাকার সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) এবং পটিয়ার আশিয়া হিন্দুপাড়া এলাকার দুলাল শীলের ছেলে সজল শীলকে (৪০) বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন নয়া দিগন্তকে বলেন,‘গত ২৬ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা