২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধ’ ডেইলি স্টারের সামনে নামাজ আদায় ও বিক্ষোভ

-

রাজধানীর কাওরান বাজার এলাকায় দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ফুটপাথে জুমার নামাজ আদায় ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গতকাল শুক্রবার জুমার নামাজ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে। ‘বাংলাদেশের জনগণ’ নামের সংগঠনের ব্যানারে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দু’টি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাদের ব্যানারে লেখা ছিল, ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জেয়াফত, জোড়া গরু জবেহ।’ এর আগে গত বৃহস্পতিবার প্রথম আলোর সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে অংশ নেয়ারা দাবি করেন, ডেইলি স্টার ও প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান সৃষ্টিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। এজন্য তারা ডেইলি স্টারের সামনে এই কর্মসূচি পালন করছেন। একই সাথে প্রতিবাদে অংশ নেয়াদের দাবি ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে।

সরেজমিন বিকেল সাড়ে ৩টার দিকে ডেইলি স্টারের সামনে গিয়ে দেখা গেছে, গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাথে একদল বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। তাদের হাতে প্লাকার্ডে ভারত ও ডেইলি স্টার বিরোধী নানা ধরনের বক্তব্য লেখা ছিল। এ দিকে প্রতিরোধ কর্মসূচির পাশেই র‌্যাবের দুইটি টহল গাড়ি দেখা যায়। এ ছাড়া ভবনের ভেতরে পুলিশের অবস্থা লক্ষ করা যায়।
বিকেল সাড়ে ৩টার দিকে গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান বলেন, ভারতের আগ্রাসন বিরোধী যে সিরিজ কর্মসূচি তার একটা অংশ প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে এই প্রোগ্রাম। ইতোপূর্বে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ৫২টির মতো প্রোগ্রাম করেছি। কিন্তু এই দুই মিডিয়া (প্রথম আলো ও ডেইলি স্টার) ভারত বিরোধী ৫২টি প্রোগ্রাম প্রকাশ ও প্রচার করেনি। এখানে তো নিরপেক্ষ হওয়ার সুযোগ নাই। হয় ভারতের আগ্রাসনের পক্ষে অথবা বিপক্ষে, প্রথম আলো ও ডেইলি স্টারকে ক্লিয়ার করতে হবে সেটি।
বিক্ষোভের আরো একটি কারণ উল্লেখ করে তারেক বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠন হিসেবে উপস্থাপন করা এবং তাদের বিভিন্ন ট্যাগ দেয়ার কাজ করেছে। সারা বিশ্বের পরিমণ্ডলে গত ১৫ বছর বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তারা।

 


আরো সংবাদ



premium cement