২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রংপুরে সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ

বর্তমান সরকারের সাথে উগ্রবাদীদের একটা অংশ আছে

-

বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করে বলেছেন, ‘৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের আন্দোলনের তিনমাস হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নাই। এখনো হিন্দুদের বাড়িঘরে লুটপাট অগ্নিসংযোগ চলছে, চাঁদাবাজি চলছে। এখনো চাকরিচ্যুতি চলছে। রংপুরে গত এক সপ্তাহে প্রশাসনের উপস্থিতিতে চাকরিচ্যুতি হয়েছে। তার কারণ, উগ্রবাদী গোষ্ঠীর সাথে সরকারের একটি অংশ সম্মিলিতভাবে বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টাা চালাচ্ছে। আমাদের অধিকার থেকে বঞ্চিত করার কোনো প্রচেষ্টা সনাতনীরা আর মেনে নেবে না।’
গতকাল সন্ধ্যায় রংপুরের আদিনগর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের আট দফা দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই সব বলেন তিনি।

 


আরো সংবাদ



premium cement