চট্টগ্রাম মহসিন কলেজে দুই ছাত্রলীগারকে ধরে পুলিশে দিল শিক্ষার্থীরা
- চট্টগ্রাম ব্যুরো
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৭
সন্ত্রাসের দায়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার দুই নেতাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে ওই দুজন কলেজ প্রাঙ্গণে এলে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশে দেয়।
ছাত্রলীগের ওই দুই নেতা হলেন মহসিন কলেজের ডিগ্রি পাস কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিল হাসান ও একই বর্ষের ইসরাত জাহান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহসিন কলেজ শাখার প্রধান সমন্বয়ক এ জি এম বাপ্পি বলেন, তানজিল হাসান ছাত্রলীগের কলেজ শাখার যুগ্ম সম্পাদক ও ইসরাত জাহান ছাত্রলীগের নেত্রী ছিলেন। তারা দুজনই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং নানা অপকর্মে যুক্ত ছিলেন।
এ জি এম বাপ্পি আরো বলেন, ওই দুজন কলেজে আসলে শিক্ষার্থীরা তাদের আটক করে আমাকে ফোন করে। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। কাউকে মারধর করা হয়নি। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির সন্ধ্যা ৬টায় নয়া দিগন্তকে বলেন, আটক দুজনের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গভীর রাতে চট্টগ্রামের প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেয়া দুই নেতা দিদারুল আলম ও মো: সজীবকে গ্রেফতার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা