২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়া প্রবাসীদের সমস্যা সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি

-

মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়ন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার বাংলাদেশী প্রবাসী। বিভিন্ন জটিলতার কারণে হাজার হাজার প্রবাসী ই-পাসপোর্ট করতে পারছেন না। প্রতিদিন বিপুল পরিমাণ প্রবাসী পাসপোর্ট নবায়ন সেন্টার আউট সোর্সিং কোম্পানি ইএসকেএল সামনে ভিড় করছেন। ভোগান্তিতে পড়া এসব প্রবাসীর সাথে সরেজমিনে মতবিনিময় করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, সমাধান না হলে সবাইকে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে ।
গতকাল দুপুরে কুয়ালালামপুরের সুংগাই বিসি সাউথগেট কর্মাশিয়াল সেন্টারের বাইরে অপেক্ষমাণ বিপুল পরিমাণ পাসপোর্ট নবায়নে ভোগান্তিতে পড়া প্রবাসীদের সাথে সরেজমিনে গিয়ে তাদের ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন এবং যথাযথ কর্তৃপক্ষের সাথে বলে সমাধানের আশ্বাস দেন। এ সময় জুয়েলের সাথে ছিলেন মালয়েশিয়া বিএনপির সদস্য এবং যুবনেতা জসীম উদ্দিন, নূরে সিদ্দিকী সুমন, যুবদলের মিরাজ মাঝি, বাবু সরকার, সোহাগসহ দলের নেতাকর্মীরা। এ সময় শত শত প্রবাসী সাইফ মাহমুদ জুয়েলকে চিনতে পেরে কান্নাজড়িত কণ্ঠে তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং এই ভোগান্তির স্থায়ী সমাধান দাবি করেন।

বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্টের প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় প্রতিদিন হাজার হাজার প্রবাসী আউট সোর্সিং কোম্পানি ইএসকেএল সেন্টারে পাসপোর্ট আবেদন জমা দিতে ভোগান্তির শিকার হচ্ছেন। এর ফলে সেখানে ভয়াবহ ভিড় সৃষ্টি হচ্ছে এবং কনস্যুলার সেবা ও অন্যান্য কার্যক্রম বিঘিœত হচ্ছে। কিছু প্রবাসী অভিযোগ করেছেন, তারা ৪-৫ দিন ধরে সেখানে এসে পাসপোর্ট জমা দিতে পারছেন না। আবার অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় এবং যাদের এনআইডি কার্ডের সাথে পূর্ববর্তী পাসপোর্টের তথ্যের গরমিল থাকায় ই-পাসপোর্ট করতে পারছেন না। ধারণ ক্ষমতারও বেশি প্রবাসী ইএসকেএল সেন্টারে ভিড় করায় পাসপোর্টের স্বাভাবিক সেবা বিঘ্নিত হচ্ছে।


আরো সংবাদ



premium cement