সিএনসির আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ২১ নভেম্বর ২০২৪, ০১:৩৮
সেন্টার ফর ন্যাশনাল কালচারের (সিএনসি) অন্যতম ট্রাস্টি প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমদ রচিত ‘আমাদের শিক্ষাব্যবস্থা কেমন হবে’ শিরোনামে বইয়ে ‘৭১ প্রকাশনী’ প্রকাশ করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে প্রকাশনা উৎসব হয়েছে।
সিএনসির সভাপতি অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান মেহমান হিসেবে অংশগ্রহণ করেন সাবেক নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাংবাদিক ও সম্পাদক মোস্তফা কামাল মজুমদার ও সাবেক সচিব শেখ এ কে মোতাহার হোসেন, শাহ আব্দুল হালিম লেখক, গবেষক ও সমাজচিন্তক (উপদেষ্টা সিএনসি)। ওই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক ও সিএনসির অন্যতম ট্রাস্টি জাকির আবু জাফর। আমন্ত্রিত অতিথি হিসেবে কথা রাখেন বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহ্বায়ক ডক্টর আব্দুল মালেক ফরাজী, জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ঐক্যজোটের সেক্রেটারি জেনারেল শাহ্ সিদ্দিকী, কর্ডোভা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের আয়োজক, অংশগ্রহণকারী ও সাংবাদিকবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সিএনসির ট্রাস্টি কর্নেল (অব:) আশরাফ আল দীন। উৎসবের সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সিএনসির মিডিয়া এক্সিকিউটিভ ইসমাইল হোসেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা