গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ যশোর সীমান্তে আটক
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৬
যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে গত সোমবার রাতে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়ন জানতে পারে যে, শিকারপুর সীমান্ত দিয়ে কিছু লোক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় বিজিবি টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালায়। এ সময় শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ৪৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদুর রহমান কিরণকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা