সিলেটে ঝটিকা মিছিলকারী ৩ ছাত্রলীগ নেতাকর্মী আটক
- সিলেট ব্যুরো
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৫
ভোরে সিলেটে ঝটিকা মিছিলকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে র্যাব-পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন, ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহসভাপতি রাকিবুল হাসান ও তার এক সহযোগী। তাদের আটক করে র্যাব। এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এসএসপি মশিহুর রহমান সোহেল। তাদের কোতোয়ালি থানায় আটক করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে নগরীর মধুশহীদ এলাকায় অভিযান চালিয়ে অনিক দেবনাথ নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। সে নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্রনাথের ছেলে। অনিক ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।
র্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার ভোরে নগরীতে বের হওয়া ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান ছিলেন রাকিবুল হাসান। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা