টেকনাফের গহিন পাহাড় থেকে ৩১ নারী-পুরুষ উদ্ধার
- কক্সবাজার অফিস
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৫
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহিন পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে ৩১ নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে র্যাব।
সোমবার গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার দেবজিত পাল জানিয়েছেন, গত ১২ নভেম্বর উখিয়ার মোছার খোলা এলাকার একলাছ মিয়া ও তার চাচাতো ভাইসহ তিন বন্ধু কচ্ছপিয়া মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে যান। এ সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের পরিচয় জানতে চান। পরে চোখ বেঁধে পাহাড়ের চূড়ায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাদের। সেখানে ৪০-৫০ জন নারী-পুরুষ দেখতে পান তারা।
একপর্যায়ে এখলাস মিয়া ও তার বন্ধুদের পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। পরে মুক্তিপণের টাকা না পাওয়ায় বন্দীসহ ১৫ জনকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে সাগরে অপেক্ষমাণ ট্রলারে তোলার জন্য নিয়ে যাওয়ার সময় সে কৌশলে পালিয়ে যায়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাব ওই আস্তানায় অভিযান চালিয়ে ৩১ জন নারী-পুরুষকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা