১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

-

গত ১৩ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ৩নং পাতায় ‘সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেফতার’ শীর্ষক সংবাদের তার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিশ।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে পুলিশের বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য।
তিনি বলেন, প্রকৃত বিষয় হচ্ছে বেনু কখনো সাবেক এমপি ইলিয়াস মোল্লার কোনো ধরনের রাজনৈতিক বা ব্যবসায়িক সহযোগী ছিলেন না। তিনি কোনোকালেই বিগত সরকারি দলের তথা আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো পদধারী নেতা, কর্মী বা সাধারণ সদস্যও ছিলেন না। তিনি ও তার পরিবারের সব সদস্যই বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠনের প্রত্যক্ষ সহযোগী ছিলেন ও আছেন। তিনি বহু বছর ধরে মিরপুর কালসী এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন ও সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন, যা দলমত নির্বিশেষে এলাকার সব মানুষ সাক্ষ্য দেবে। একজন দায়িত্বশীল ভদ্র ও ভালো মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।
খবরে প্রকাশিত মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই তারিখে গুলিতে নিহত শহীদ সাকিব রায়হানের হত্যা মামলায় তার বাবা শেখ আজিজুর রহমান আসামি হিসেবে যাদের নাম এজাহারভুক্ত করেছেন তাতে তার নাম নেই। তিনি ঘটনার দিনগুলোতে ওই এলাকার আশপাশেও উপস্থিত ছিলেন না এবং ঘটনার সাথে তার দূরতম কোন সম্পর্ক নেই। ফলে প্রকাশিত খবরের কারণে তার সুনাম ক্ষুণœ হয়েছে এবং তার প্রতি অবিচার করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : গত ১২ নভেম্বর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির আলোকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি প্রতিবেদকের নিজস্ব কোনো তথ্য নেই।

 


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল