প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৪
গত ১৩ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ৩নং পাতায় ‘সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী বেনু গ্রেফতার’ শীর্ষক সংবাদের তার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়েছেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের জেনারেল ম্যানেজার মোজাফফর হাসান খান মজলিশ।
প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে পুলিশের বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অসত্য।
তিনি বলেন, প্রকৃত বিষয় হচ্ছে বেনু কখনো সাবেক এমপি ইলিয়াস মোল্লার কোনো ধরনের রাজনৈতিক বা ব্যবসায়িক সহযোগী ছিলেন না। তিনি কোনোকালেই বিগত সরকারি দলের তথা আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গসংগঠনের কোনো পদধারী নেতা, কর্মী বা সাধারণ সদস্যও ছিলেন না। তিনি ও তার পরিবারের সব সদস্যই বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী আদর্শে বিশ্বাসী সংগঠনের প্রত্যক্ষ সহযোগী ছিলেন ও আছেন। তিনি বহু বছর ধরে মিরপুর কালসী এলাকায় বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন ও সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন, যা দলমত নির্বিশেষে এলাকার সব মানুষ সাক্ষ্য দেবে। একজন দায়িত্বশীল ভদ্র ও ভালো মানুষ হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে।
খবরে প্রকাশিত মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৯ জুলাই তারিখে গুলিতে নিহত শহীদ সাকিব রায়হানের হত্যা মামলায় তার বাবা শেখ আজিজুর রহমান আসামি হিসেবে যাদের নাম এজাহারভুক্ত করেছেন তাতে তার নাম নেই। তিনি ঘটনার দিনগুলোতে ওই এলাকার আশপাশেও উপস্থিত ছিলেন না এবং ঘটনার সাথে তার দূরতম কোন সম্পর্ক নেই। ফলে প্রকাশিত খবরের কারণে তার সুনাম ক্ষুণœ হয়েছে এবং তার প্রতি অবিচার করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : গত ১২ নভেম্বর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির আলোকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি প্রতিবেদকের নিজস্ব কোনো তথ্য নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা