সংস্কার উদ্যোগের প্রতি কমনওয়েলথের সমর্থন পুনর্ব্যক্ত
- বাসস
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৩
কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি ‘বৈষম্যমুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ’ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কমনওয়েলথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ফ্রান্সেচির নেতৃত্বে কমনওয়েলথের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দিয়েছে।
অধ্যাপক ফ্রান্সেচি অন্তর্বর্তী সরকারের বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করতে চার দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন এবং নির্বাচনী প্রক্রিয়ার উন্নতির জন্য নানা পদক্ষেপসহ চলমান সংস্কারমূলক উদ্যোগে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কট সমাধানের লক্ষ্যে জোরালো আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
তিনি বলেন, বাংলাদেশ এককভাবে এ সমস্যার সমাধান করতে পারবে না। মর্যাদা ও অধিকার দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন হচ্ছে এ সমস্যার একমাত্র কার্যকর সমাধান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা