প্রকাশিত খবরের প্রতিবাদ
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তারা গত ১৬ নভেম্বর দৈনিক নয়া দিগন্তে “ভয়ঙ্কর মিথ্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নর্দার্ন ইউনিভার্সিটির উদ্বেগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদে বলা হয় যে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের নামে প্রকাশিত এই সংবাদটি অসত্য ও বিভ্রান্তিমূলক। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচারের অংশ, যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রতিষ্ঠাতা এবং প্রকৃত ট্রাস্টিদের মানহানি করার চেষ্টা চালানো হয়েছে।
প্রতিবাদে বলা হয়, দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ এবং বাংলাদেশের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কয়েকজন তরুণ উদ্যোক্তা ২০০২ সালে আইবিএটি ট্রাস্টের অধীনে নর্দার্ন ইউনিভার্সিটি, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুঃখজনকভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একশ্রেণীর মানুষ তাদের অর্জিত সম্পত্তি ও প্রতিষ্ঠানে বেআইনি দখলদারিত্ব কায়েমের চেষ্টায় লিপ্ত রয়েছে। এই চক্রটির অন্যতম প্রধান হলেন আবু ইউসুফ আব্দুল্লাহ, যিনি ২০১১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী একটি গোষ্ঠীর ছত্রছায়ায় প্রতিষ্ঠানগুলো বেআইনিভাবে দখল করে উদ্যোক্তাদের প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। এই অবৈধ দখলের বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ চলমান থাকায় বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং অপপ্রচার চালানো হচ্ছে, যা মোটেও সত্য নয়।
প্রতিবাদে বলা হয় যে, প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন এবং নিজেদের মেধা ও শ্রম দিয়ে প্রতিষ্ঠানগুলোকে উন্নত করেছেন। অথচ, আজ আবু ইউসুফ আব্দুল্লাহ ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার আশ্রয় নিয়ে তাদের হয়রানি করে চলেছে।
প্রতিবাদে নর্দার্ন বিশ্ববিদ্যালয় দখলের ঘটনার সঠিক তদন্ত এবং প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে বলা হয়, প্রয়োজন হলে উদ্যোক্তারা আইনের আশ্রয় নেবেন। প্রতিবাদে একই সাথে বিচারাধীন বিষয়ে কোনো প্রকার বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও প্রকাশনা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা