১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
কাকরাইলে সাদপন্থীদের সমাবেশ

সংঘর্ষ এড়ালো তাবলিগ

-

অন্তর্বর্তীকালিন সরকারের প্রচেষ্টায় তাবলিগের সংঘর্ষ এড়ানো গেছে। জুবায়েরপন্থীরা তাদের চার সপ্তাহ অবস্থান শেষে বৃহস্পতিবার কাকরাইল মারকাজ ত্যাগ করায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে তাবলিগ। এর আগে জুবায়েরপন্থীরা কাকরাইল ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছিল। আর সাদপন্থীরা যেকোনো মূল্যে কাকরাইলে প্রবেশের ঘোষণা দেয়। তবে সরকার প্রচেষ্টা চালিয়ে জুবায়েরপন্থীদের কাকরাইল ছেড়ে যাওয়ার ব্যাপারে সম্মত করতে পরস্পর সংঘর্ষ এড়ানো গেছে। সাদপন্থীরা গতকাল সকাল থেকেই কাকরাইল মসজিদে ব্যাপক সমাবেশ করে। এতে সারাদেশ থেকে আসা সাথীরা অংশ নেয়। পরে জুমার নামাজ পড়ে সেখান থেকে চলে যান তারা। সমাবেশ থেকে দিল্লির মাওলানা সাদ কান্ধলভীকে বিশ্ব ইজতেমায় আনার দাবিতে আগামী ৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন তার অনুসারীরা।

গতকাল সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন সাদপন্থীরা। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। সাদপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যানচলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এ ছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেয়া হয়।
জানা যায়, ২০১৭ সালের নভেম্বর দু’পক্ষের দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ নেয়। সেদিন কাকরাইলে দু’দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। চরম বিরোধ সৃষ্টি হওয়ায় গত ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদের এক অংশে তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের অনুসারীরা ৪ সপ্তাহ ও সাদপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। আর মসজিদের অপর অংশে ১২ মাসই জুবায়েরপন্থীরা থাকেন।


আরো সংবাদ



premium cement