১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিপ্লবী গণজোটের আত্মপ্রকাশ

-

বিপ্লবী গণজোটের আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল শুক্রবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে জোটের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রীণ পার্টি’র সভাপতি মোজাম্মেল হক। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ গণমুক্তি পার্টি’র সাধারণ সম্পাদক আবদুল মোনেম। জোটভুক্ত দলের বাংলাদেশ সর্বজনীন পার্টির চেয়ারম্যান নূর মোহাম্মদ মনির, বিপ্লবী গরীব পার্টির সভাপতি দিদার হোসেন, পীস ফোরামের চেয়ারম্যান জসীম উদ্দিন রাজা প্রমুখ।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা একটি খুনি-মাফিয়া-সন্ত্রাসী-ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হলেও সে বিজয়ের সুফল ধরে রাখা বা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে ইতোমধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। সরকার গঠনকালীন সময়ের কিছু প্রাথমিক ভুলের কারণে শুরু থেকেই সাংবিধানিক সঙ্কট নামক কতকগুলো সঙ্কটের উদ্ভব ঘটেছে এবং এই সঙ্কট দিন দিন ঘনীভূত হচ্ছে। এমনকি '৭১, '৭৫, '৯০ এর ন্যায় '২৪এ এসে হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগও বেহাত হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সঙ্কটের মুখোমুখি হতে হবে এমনকি এই সরকারের প্রত্যেকটি সদস্যকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হবে বলে আমরা মনে করি। এই সরকারকে তাই আমরা সফল হিসেবে দেখতে চাই।

 


আরো সংবাদ



premium cement