বিএলআরআইয়ের ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ : ফরিদা আখতার
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০২
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ। আমাদের দেশীয় অনেক জাতই এখন বিলুপ্তপ্রায়। এসব জাত যাতে পুরোপুরি বিলুপ্ত না হয়ে যায়, সেদিকে সতর্ক হতে হবে। এক্ষেত্রে জোনভিত্তিক গবেষণার বিকল্প নেই। জাতীয়ভাবে অনেক সময় কোনো বিষয়ের গুরুত্ব বোঝা যায় না, এলাকাভিত্তিক গবেষণার ক্ষেত্রে সেটি সহজেই বোঝা যায়। গতকাল দেশের একমাত্র প্রাণিস¤পদ গবেষণার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ প্রাণিস¤পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) বিজ্ঞানী-কর্মকর্তাদের সাথে ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিস¤পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহীনা ফেরদৌসী। সভায় সভাপতিত্ব করেন বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা