৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন
- ক্রীড়া প্রতিবেদক
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ৪৮টি ক্রীড়া ফেডারেশনের সভাপতি এবং বেশ কয়েকটি ফেডারেশনের সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছিল। এবার ৯টি ফেডারেশনের বিদ্যমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা:২১ মোতাবেক নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়।
যে ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সেগুলো হেলো- বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, টেনিস ফেডারেশন, স্কোয়াশ ফেডারেশন, কাবাডি ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাস্কেটবল ফেডারেশন, দাবা ফেডারেশন ও হকি ফেডারেশন।
এর মধ্যে উল্লেখযোগ্য হকির সভাপতি হয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। সাধারণ সম্পাদক হয়েছেন লে. কর্নেল (অব:) রিয়াজুল হাসান। দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন সৈয়দ সুজা উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক করা হয়েছে ফিদে মাস্টার, যুগ্ম সচিব ড. তৈয়বুর রহমান সুমনকে। অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি করা হয়েছেন ড. নাঈম আশফাক চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক অ্যাথলেট, কোচ মোহাম্মদ শাহ আলম। কাবাডি ফেডারেশনের সভাপতি করা হয়েছে পুলিশের আইজি মোহাম্মদ ময়নুল ইসলামকে। সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকারকে। সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা