ভারতীয় মিডিয়ায় দেশ বিরোধী অপপ্রচারের নিন্দা খেলাফত মজলিসের
- ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশবিরোধী ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাপ্তাহিক সভায় খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, ভারতীয় কিছু মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুগুলোকে রঙ মাখিয়ে আরো ফলাও করে অপপ্রচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে তারা মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতায় লিপ্ত। বাংলাদেশের ভৌগোলিক স্ট্র্যাটেজিকেল কিছু ভূখণ্ড দখলেরও উসকানি দিচ্ছে। আমরা ভারতীয় মিডিয়ার এমন অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই অপতৎপরতার বিরুদ্ধে ভারত সরকারের কাছে জবাব চাইতে হবে এবং এসব বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমির মাাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাহী সভায় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা