দৃষ্টিনন্দন লজ্জাবতীর ফুল
- ০৯ নভেম্বর ২০২৪, ০২:১৭
ক্ষেতের আইল, নদীর ধারের ঝোপঝাড় কিংবা পরিত্যক্ত জায়গায় জন্ম নিয়ে থাকে দৃষ্টিনন্দন লজ্জাবতী গাছ। ঔষধি গাছ হিসেবে পরিচিত ওই লাজুক লতা লজ্জাবতী। স্থানীয়ভাবে একে অঞ্জলিকারিকা, লজ্জালু কিংবা সমঙ্গাও বলা হয়ে থাকে। কাঁটাযুক্ত এটির কাণ্ড লতানো ও শাখা প্রশাখায় ভরা থাকে। লালচে রংয়ের ওই গাছে কয়েক জোড়া সবুজ পাতা বিপ্রতীপভাবে থাকে, যা অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে।
হাত ও পায়ের স্পর্শে লজ্জাবতীর পাতা ম্যাজিকের মতো নিজেকে গুটিয়ে নেয়। এমনি এক দৃষ্টিনন্দন লজ্জাবতী ফুলের ছবিটি কিশোরগঞ্জের হোসেনপুর-গফরগাঁও সড়কের পাশের ব্রহ্মপুত্রের চরাঞ্চল থেকে ক্যামেরাবন্দী করেছেন আমাদের উপজেলা সংবাদদাতা জাহাঙ্গীর আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা