০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে তুসুকা গ্রুপের ২৩৯ শ্রমিক চাকরিচ্যুত

-

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার তুসুুকা গ্রুপের ছয়টি কারখানার ২৩৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের তালিকা কারখানার ফটকে টাঙিয়ে দেয়া হয়। এর আগে শ্রমিক আন্দোলনের মুখে গত ৩ নভেম্বর থেকে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দাবিতে বহিরাগতদের নিয়ে বিক্ষোভ ও ধর্মঘট করেন তুসুকা গ্রুপের তুসুকা জিন্স, তুসুকা ট্রাউজার্স, তুসুকা প্রসেসিং, তুসুকা প্যাকেজিং, তুসুকা ডেনিম এবং তুসুকা ওয়াশিং কারখানার শ্রমিকরা। এ সময় তারা কারাখানার কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ পরিস্থিতিতে গত ৩ নভেম্বর থেকে ওই ছয় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। চারদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ২৩৯ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেয়া হয়। এ খবর পেয়ে সকাল থেকে পুরুষ ও নারী শ্রমিকরা কারখানার সামনে ভিড় করে ক্ষোভ জানাতে থাকেন। তাদের অভিযোগ, আন্দোলনের সাথে সম্পৃক্ত না থাকলেও অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
এ বিষয়ে তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, সরকারি ঘোষণা ও বিজিএমইর নির্দেশনা মেনে গত জুলাই মাসে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়। তারপরও অতিরিক্ত সুবিধা চেয়ে আন্দোলনে নামে শ্রমিকরা। কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও তারা কাজে যোগ না দিয়ে কারখানা ভাঙচুর ও কয়েকজন কর্মকর্তাকে মারধর করে। এর পরিপ্রেক্ষিতে কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। উদ্ভুত পরিস্থিতিতে শ্রমআইনের বিধি মোতাবেক ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের সব পাওনাদি শ্রমআইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement