সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিতে কুয়েতে পররাষ্ট্র উপদেষ্টা
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৪ নভেম্বর ২০২৪, ০২:০১
সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কুয়েত গেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কুয়েত, তাজিকিস্তান এবং জাতিসঙ্ঘের সন্ত্রাস দমন দফতর (ইউএনওসিটি) যৌথভাবে আন্তর্র্জাতিক সন্ত্রাসবাদ দমন সহযোগিতা জোরদার এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে। কুয়েত সিটিতে ৪ ও ৫ নভেম্বর উচ্চপর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা, অ্যাকাডেমিয়া, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিদের পাশাপাশি আরব লিগ, মধ্য এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞরা যোগ দেবেন। এ ছাড়া এতে যুব ও নারী প্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করবেন।