ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু নতুন ভর্তি ১১৫৪
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ অক্টোবর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে আবারো ৪ জনের মৃত্যু হলো। গত মঙ্গলবার সকাল ৮টার পর থেকে গতকাল বুধবার সকাল ৮টার আগ পর্যন্ত ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে একজন করে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে অক্টোবর মাসে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশে এক হাজার ১৫৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল ঢাকা বিভাগে ৬৩৬ জন। কেবল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ৩৯৭ জন রোগী ভর্তি হয়েছে।
এ ছাড়া গতকাল চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১৩২ জন, খুলনা বিভাগের ১৪৫ জন, বরিশাল বিভাগে ৯৪ জন, রাজশাহী বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছে।
গতকাল বুধবার পর্যন্ত অক্টোবরের ৩০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৩৬ হাজার ৬৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গত সেপ্টেম্বরের ৩০ দিনে দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৯৭ জন।
চলতি বছর কেবল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতেই ১৪০ জনের মৃত্যু হয়েছে এবং উত্তর সিটিতে মৃত্যু হয়েছে ৫০ জন। স্বাস্থ্য অধিদফতর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, চলতি বছর দেশে সব মিলিয়ে ২৯০ জন ডেঙ্গুর মৃত্যু হয়েছে এবং জানুয়ারি থেকে গতকাল সকাল পর্যন্ত দেশে মোট ৬০,৫৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা