২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

-

বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। তা থেকে নিম্নচাপ অথবা একটি ঝড়ও হতে পারে। এ দিকে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু গত রোববারও চট্টগ্রাম অঞ্চলে প্রবাহিত হয়েছে; কিন্তু আজ পুরোপুরি বিদায় নিয়েছে বাংলাদেশ ভিজিয়ে রাখার এ বায়ু।
মৌসুমি বায়ু বিদায় নেয়ার সাথে সাথে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে শুষ্কতা শুরু হয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোতে। দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু আসা বন্ধ হলেও বাংলাদেশে ঠিক পশ্চিম ও এর বিপরীত পূর্ব দিকে থেকে বায়ু আসা শুরু হবে। মৌসুমি বায়ু বিদায় নিলেও এই দুই দিকের বায়ুর কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মধ্যেই স্বল্প পরিমাণ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, এটা হতে পারে পশ্চিমা ও পূবালী বায়ু যেখানে মিলিত হবে সেই অঞ্চলে। এই দুই দিকের বায়ুতে যে সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকবে তাই মিলিত হয়ে বৃষ্টি ঝরাবে।
এ বছর মৌসুমি বায়ু বিদায় নেয়ার সাথে সাথে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটির সৃষ্টি হলো। সাধারণত অক্টোবরে দেশে কমপক্ষে দুইটি নিম্নচাপের সৃষ্টি হয়ে থাকে এবং তা থেকে একটি ঝড় কোনো কোনো বছর হয়ে থাকে।


আরো সংবাদ



premium cement