রামগঞ্জে সাবেক ২ কাউন্সিলরসহ আটক ৪
- রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
- ১৩ অক্টোবর ২০২৪, ০২:৪৫
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডি পুলিশের যৌথ অভিযানে রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেদু মাল (৫১), সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান (৫০), শ্রমিক লীগ নেতা কামাল হোসেন (৪৮)ও সোনাপুর পালের বাড়ির লতিফ বেপারীর ছেলে মিরন হোসেন (৪৫)।
রামগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুটি মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সায়েদাবাদ বাস টার্মিনালের একটি গোপন আস্তানা থেকে তাদের গ্রেফতার করে রামগঞ্জ থানায় নিয়ে আসে। তাদেরকে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা