২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’ - সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

এদিকে, জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা আর কখনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করবে না।

বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টির মধ্যেই জড়ো হন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা, যাদের মধ্যে ছিলেন আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সমাবেশে বলেন, ‘আমি এই দেশের বাসিন্দা। আমার বিদেশী কোনো পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করবো’।

‘আমরা শান্তি চাই, রক্ত দিতে চাই না’ উল্লেখ করে অভিনেতা মোশারফ করিম বলেছেন, ‘যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি।’

ছাত্রদের দাবিকে ‘ন্যায্য’ উল্লেখ করে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘দেশের মানুষ যখন সবাই একসাথে নায্য দাবি রাখে, সেটা ফেলে দেয়ার মতো না। দেখেন, আপনি যদি সুস্থ-স্বাভাবিক মানুষ হন, আপনি রাত্রে বেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে- কারো পানি লাগবে?’

‘ডেফিনিটলি আই অ্যাম উইথ দ্য স্টুডেন্টস (অবশ্যই আমি ছাত্রদের পাশে)। তারা তো অনৈতিক দাবি রাখে নাই যে, তাদেরকে এভাবে প্রান হারাইতে হবে’, বলেন তিনি।

এদিকে, দুপুরে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে- আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement