২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’

শিক্ষার্থীদের সাথে সংহতি জানালো ‘শিল্পী সমাজ’ - সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের নয় দফা দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ।

এদিকে, জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা আর কখনো জয় বাংলা কনসার্টে পারফর্ম করবে না।

বৃহস্পতিবার ফার্মগেট এলাকায় বৃষ্টির মধ্যেই জড়ো হন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা, যাদের মধ্যে ছিলেন আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম, সিয়াম আহমেদ।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন সমাবেশে বলেন, ‘আমি এই দেশের বাসিন্দা। আমার বিদেশী কোনো পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার। এই দেশটা আমরাই সংস্কার করবো’।

‘আমরা শান্তি চাই, রক্ত দিতে চাই না’ উল্লেখ করে অভিনেতা মোশারফ করিম বলেছেন, ‘যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে ঘরে বসে থাকার মতো অবস্থা নাই। মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি।’

ছাত্রদের দাবিকে ‘ন্যায্য’ উল্লেখ করে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘দেশের মানুষ যখন সবাই একসাথে নায্য দাবি রাখে, সেটা ফেলে দেয়ার মতো না। দেখেন, আপনি যদি সুস্থ-স্বাভাবিক মানুষ হন, আপনি রাত্রে বেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে- কারো পানি লাগবে?’

‘ডেফিনিটলি আই অ্যাম উইথ দ্য স্টুডেন্টস (অবশ্যই আমি ছাত্রদের পাশে)। তারা তো অনৈতিক দাবি রাখে নাই যে, তাদেরকে এভাবে প্রান হারাইতে হবে’, বলেন তিনি।

এদিকে, দুপুরে জনপ্রিয় ব্যান্ড নেমেসিসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে- আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’
সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় ঢাবি ক্যাম্পাসে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটির কার্যক্রম শুরু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিআরজেএ-এর দোয়া ফ্যাসিস্ট হাসিনা সরকার কাউকে রেহাই দেয়নি : রিজভী রাজাপুরে শাহজাহান ওমরকে প্রধান করে ২০৩ জনের নামে মামলা বৈষম্যহীন রাষ্ট্র পেতে চাইলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই দেশের সব সম্প্রদায়ের সাথে সংযোগ বাড়াতে চাই : পার্বত্য উপদেষ্টা মাসিক ফুলকুঁড়ির ৪০০তম সাহিত্য সভা অনুষ্ঠিত যারা রাষ্ট্র পরিচালনা করেন কেউ ইতিহাস থেকে শিক্ষা নেন না : শিবির সেক্রেটারি

সকল