০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ফের নাশকতা প্যারিস অলিম্পিকে, বিপর্যস্ত ফোন ও ইন্টারনেট পরিষেবা

ফের নাশকতা প্যারিস অলিম্পিকে, বিপর্যস্ত ফোন ও ইন্টারনেট পরিষেবা - ফাইল ছবি

ফের বিতর্কের কেন্দ্রে প্যারিস অলিম্পিক। উদ্বোধনের আগে থেকেই একের পর এক বিতর্ক ধেয়ে আসছে অলিম্পিককে কেন্দ্র করে। ফ্রান্সের রেল ব্যবস্থায় বড়সড় হামলার পর নাশকতার আশঙ্কাও ছিল। এবার একাধিক জায়গায় বন্ধ করে দেয়া হলো ইন্টারনেট পরিষেবা।

জানা যাচ্ছে, ফ্রান্সের অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যে সংস্থাগুলো ইন্টারনেট পরিষেবা দেয়, সেগুলো বিকল হয়ে গিয়েছে। যাকে ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন বহু মানুষ। নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের মধ্যেও সমস্যা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।

ফ্রান্সের ডিজিটাল অ্যাফেয়ার বিভাগের সচিব মারিনা ফেরারি জানিয়েছেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যন্ত ছিল। প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের মোবাইল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়। যদিও দ্রুত সেই সমস্যা মেরামত করা গিয়েছে বলে খবর। ফরাসি পুলিশ থেকে জানানো হয়েছে অন্তত ছটি দফতরের কাজ ব্যাহত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, অতি বামপন্থী ভাবধারায় বিশ্বাসী তিনি। একটি অতি বাম দলের সাথেও যুক্ত সেই ব্যক্তি।

তবে ফ্রান্সের অলিম্পিকে বিশৃঙ্খলার ঘটনা এই প্রথম নয়। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে রেল ব্যবস্থায় আগুনের ঘটনা জানা যায়। লাইনে আগুন ধরিয়ে দেয়ায় রেল নেটওয়ার্ক বিকল হয়ে যায়। অলিম্পিকের দ্বিতীয় দিনে ফ্রান্সের বেশ কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জানা গেল ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা সরকারের সাথে নির্বাচন নিয়ে কমিশনের আলোচনা কেন নয় শাওনের পোস্টের প্রতিক্রিয়ায় যা বললেন প্রেস সচিব চান্দিনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি সংস্কারে প্রয়োজন দেশপ্রেম ও সততা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে : প্রেস সচিব নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে : ইসি সানাউল্লাহ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ : ৩ দিনে ক্ষতি দেড় কোটি টাকা

সকল