১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
বিএফইউজে-ডিইউজের বিবৃতি :

সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের বিচার দাবি

- ছবি : প্রতীকী

দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এর ব্যত্যয় হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিবৃতিতে সাংবাদিক নেতারা আরো বলেন, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পুরান বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারি আমিনুর রহমান হারুন শিকদার ও তার সন্ত্রাসীরা সাংবাদিক জসিমকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালায়। এক পর্যায়ে স্থানীয় জনগণ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, বাউশিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আমিনুর রহমান হারুন তার বাড়িতে মাদকের আসর বসাতেন। যার ফলে সমাজে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। জনস্বার্থে এ বিষয়ে তিনি রিপোর্ট করেন। এতে ক্ষুব্দ হয়ে এ হামলা চালায়।

বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা-মামলা এখন সরকার ও প্রভাবশালী মহলের নিত্যকার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে সাংবাদিক নির্যাতন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। যার ফলে বাংলাদেশে গণমাধ্যম তার অস্তিত্ব হারাতে বসেছে।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
শিবচরে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ বাশার আল-আসাদের পতনে সিরিয়ানদের ভাগ্যে যা ঘটতে পারে গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল ৬ বছর পর রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন খালেদা জিয়া রৌমারীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা নিহত, ছেলে-মেয়েসহ আহত ৬ এবার ব্রিটিশ ব্যাংকে ‘ফ্রিজ’ করা হলো বাশারের ৫৫ মিলিয়ন পাউন্ড নোয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সকল